একজন বোর্ড প্রেসিডেন্ট কিভাবে এতো ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে পারেন? আর বিজ্ঞাপনগুলি যদি হয় বোর্ডে বিনিয়োগকারী সংস্থার বিরোধী সংস্থার? তাহলে কি সেগুলো বোর্ডের স্বার্থবিরোধী নয়?
আগামী ২৪ তারিখ বিসিসিআই বার্ষিক সভায় এইসব প্রশ্নে বিদ্ধ করা হতে পারে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। জানা যাচ্ছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভের ক্রিয়াকলাপে খানিক ক্ষুব্ধ বোর্ডের একাংশ। জানা যাচ্ছে ২৪ ডিসেম্বরের আমেদাবাদের সভায় অন্তত ১২ জন বোর্ড সদস্য সৌরভের ক্রিয়াকলাপের বিষয়ে প্রশ্ন তুলবেন।
অতিসম্প্রতি ‘ড্রিম ইলেভেন’ আইপিএলের স্পনসর হওয়ার পরপরই সৌরভ ‘মাই সার্কল ১১’ নামক ফ্যান্টাসি অ্যাপের বিজ্ঞাপন করতে শুরু করেন। ড্রিম ইলেভেনের পক্ষে কিছু না বলা হলেও বোর্ড কর্তারা এই বিষয়টিকে একদমই ভালো চোখে দেখছেন না। এরকম একাধিক বিষয় নিয়ে ২৪-এর সভা তোলপাড় হওয়ার সম্ভাবনা।