গতবছরে দেশব্যপী করোনার দাপটে আইপিএল পিছোলেও তা অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। বায়ো বাবলে খেলা হয়। কিন্তু এবছর ভ্যাকসিনেশন চালু হওয়ায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। তাই দেশের খেলা দেশের মাটিতেই ফেরানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল বিসিসিআই। এবার বাছাই করে চূড়ান্ত করা হল ছ'টি শহরের ছ'টি স্টেডিয়াম।
প্রাথমিকভাবে মুম্বাই , পুনে, মোতেরাকে বাছাই করা হলেও মহারাষ্ট্রে আবার সংক্রমণ বৃদ্ধি ও লকডাউন হেতু ওই রাজ্যে আইপিএল না করানোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। তাই বিকল্প হিসেবে চেন্নাই, ব্যঙ্গালোর ও দিল্লির পাশাপাশি নির্বাচিত করা আছে কলকাতার ইডেন গার্ডেনও। করোনা বিধি মেনেই আইপিএলেও পঞ্চাশ শতাংশ দর্শক আসন ভর্তি করেই ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বিশেষত মুম্বাই ম্যাচের ক্ষেত্রে বায়ো বাবলে খেলা হতে পারে এবং দর্শকশূণ্য থাকবে গ্যালারি। তবে আপাতত দিল্লি, বেঙ্গালুরু, আমেদাবাদ, কলকাতা, চেন্নাই ও মুম্বাইকে ধরেই এগোচ্ছে বিসিসিআই। প্রসঙ্গত উল্লেখ্য, ২৩শে মার্চ থেকে মহারাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ যা দর্শকশূণ্য স্টেডিয়ামেই হবে।