২০২২ সাল থেকে ১০ দলে খেলা হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আজ আমেদাবাদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল।
বৈঠকে আরও জানানো হয়, ২০২৮ সালে লস এঞ্জেলসে যে অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে, তাতে ক্রিকেটকে জায়গা করে দেওয়ার জন্য আইসিসি আগেই যে দাবী জানিয়েছিল, তাতে সম্মতি জানানো হয়েছে। যদিও, টেস্ট বা ওয়ানডে ক্রিকেট নয়, অলিম্পিকে ক্রিকেট খেলা হবে টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে।
বোর্ডের ভাইস প্রেসিডেন্ট দাপুটে কংগ্রেস নেতা রাজীব শুক্লর নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২১ এর জানুয়ারী থেকে আবার শুরু হবে দেশের ঘরোয়া ক্রিকেট। তবে, করোনা মহামারীর কারণে দেশের ঘরোয়া ক্রিকেটে ক্ষতিগ্রস্ত হওয়া সমস্ত প্রথম শ্রেণীর ক্রিকেটারকে আর্থিক সাহায্য করা হবে।