আইএসএল এর গতবারের চ্যাম্পিয়নরা আবার মুখোমুখি পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামে। আজকে প্রথম থেকেই দিনটা ছিল এটিকে মোহনবাগানের। কিন্তু তবুও প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিয়ে এক পয়েন্ট পেয়ে খুশি থাকতে হলো সবুজ মেরুন কে। ভাগ্য সুপ্রসন্ন থাকলেও এদের মোহনবাগানকে হারিয়ে দেবার সম্ভাবনা ছিল মুম্বাইয়ের।
খেলার প্রথমার্ধে থেকেই মোহনবাগান আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল। তবে একটি গোলের জন্য এই সমস্ত কিছু একেবারে ভণ্ডুল হয়ে গেল। ম্যাচের প্রথম দিকেই গোল করে দেন ডেভিড উইলিয়ামস। তার গোলের পর একদম প্রথমার্ধের প্রথম দিকেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। কিন্তু তারপর হঠাৎ করেই ২৪ মিনিটের মাথায় প্রীতম কোটাল এর পা থেকে আসে সেই ওন গোল। তারপরেই খেলা পুরোপুরিভাবে পাল্টে যায়।

প্রথমার্ধ ১-১ ব্যবধানে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ শানাতে থাকে দুটি দল। কিন্তু কোন দলে তরফ থেকেই এলোনা জয়সূচক গোল। প্রথমার্ধ মোহনবাগানের থাকলেও দ্বিতীয়ার্ধে ছিল সম্পূর্ণরূপে মুম্বাইয়ের। একাধিক সহজ সুযোগ পাওয়ার পরেও গোল করতে পারলেন না মোহনবাগানের খেলোয়াড়রা। ৮৫ মিনিটে আশুতোষ মেহেতার জায়গায় নেমেও খুব একটা সুবিধা করতে পারলেন না কিয়ান নাসীরী। আগেরবারের ডার্বির নায়ক কিয়ান এই ম্যাচে তেমনভাবে জ্বলে উঠতে পারলেন না। তবে প্রীতম কোটাল এর পা থেকে এই দিন আরো একটি আত্মঘাতী গোল হয়ে যাচ্ছিল, কোনমতে বেঁচে গেল মোহনবাগান। ১ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে লীগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে এটিকে মোহনবাগান।