ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেট দলের সদস্য হওয়ার দৌড়ে আরেকধাপ এগিয়ে গেল মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। সে এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে মুম্বাই সিনিয়র দলে নির্বাচিত হল। সে মুম্বাই দলের ২২ জন সদস্যের স্কোয়াডের মধ্যে একজন। আজ প্রথম হরিয়ানার বিরুদ্ধে অভিষেক ম্যাচে খেলতে নেমে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি সে। সে একটি বল খেলতে না পেরে আউট হয়ে যায়। কিন্তু সে ৩ ওভার বল করে ৩৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেয়।
অভিষেক ম্যাচে সচিন পুত্র অর্জুন টেন্ডুলকার হরিয়ানার সিকে বিষ্ণোই এর উইকেট তুলে নেয়। যদিওবা মুম্বাই সিনিয়র দলের জন্য ম্যাচটা একদম ভালো যায়নি। হরিয়ানার কাছে ম্যাচ হেরে যায় মুম্বাই। তবে মুস্তাক আলী এলিট E গ্রুপের ম্যাচ খেলে এবার সচিন পুত্র আইপিএল খেলার জন্য ছাড়পত্র পেল। এরপর থেকে আইপিএলের নিলামে অর্জুন অংশ নিতে পারবেন। অন্যদিকে এর আগে সচিন পুত্র অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। এছাড়াও ২০২০ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শিবিরে নেট বোলার হিসাবে তাকে দেখা গিয়েছিল।