আর্জেন্টিনার বিজয়রথ অপ্রতিরোধ্য। রবিবাসরীয় সকালে ফের একবার মেসি ম্যাজিক দেখল বিশ্ব। ইকুয়েডরকে ৩-০ তে পরাস্ত করে কোপা আমেরিকার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। নিখুঁত ফ্রি-কিকে আবারো বিপক্ষকে উড়িয়ে দিলেন লিয়োনেল মেসি। তবে এবার কি ফাইনালে বিশ্ব ফুটবলের সর্বাধিক হাইভোল্টেজ ব্রাজিল-আর্জেন্টিনা যুযুধান ম্যাচ দেখতে চলেছে বিশ্ব? উত্তর পাওয়া যাবে সেমিফাইনাল শেষেই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বিপক্ষকে চাপে রাখছিলেন মেসি, ডি মারিয়ারা। প্রথমার্ধেই গোল আসে তাদের ঝুলিতে। রডরিগো ডি পলের দৌলতে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরবর্তীতে ইকুয়েডর তাদের রক্ষণভাগ আঁটসাট করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। এলএম টেনের ক্রস থেকে ৮৪ মিনিটের মাথায় দুরন্ত শটে গোল করেন লোতারো মার্টিনেজ। ফের একবার ম্যাচের শেষে ইনজুরি টাইমে মেসির নিখুঁত ফ্রি-কিকের সাক্ষী থাকে গোটা বিশ্ব।
অন্যদিকে নির্ধারিত সময় ও এক্সট্রা টাইমেও গোলশূন্য থাকার পর টাইব্রেকারে উরুগুয়েকে ৪-২ তে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় কলম্বিয়া। সেমিফাইনালে পৌঁছে কলম্বিয়ার মুখেই পড়তে হবে মেসিদের। ইতিমধ্যেই চিলিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করেছে ব্রাজিল। সেমিফাইনালে পেরুর মুখোমুখি লড়াইয়ে নামবে তারা। অতএব, প্রতিটি ম্যাচই যে টানটান উত্তেজনাপূর্ণ হতে চলেছে, বলার অপেক্ষা রাখে না।