প্রথমে পিছিয়ে থেকেও আন্তোনিয়ো লোপেজ হাবাসের রণকৌশলে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) পর এবার মলদ্বীপের মাজিয়া স্পোর্টস (Maziya Sports) অ্যান্ড রিক্রিয়েশনকে ক্লাবকেও হেলায় হারিয়ে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড। এএফসি কাপের গ্রুপ 'ডি'-র দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিয়ে শেষ চারে যাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় এটিকে মোহনবাগান। প্রথমার্ধের খেলার ২৪ মিনিটের মাথায় মাজিয়া দলের ইব্রাহিম ফ্রি-কিকের মাধ্যমে গোল করে এগিয়ে যায়। এরপর প্রথমার্ধের খেলায় বহু চেষ্টা করেও গোল পায়নি হাবাসের ছেলেরা। এবার শুরু হয় হাবাসের নতুন রণকৌশল। দ্বিতীয়ার্ধে নামানো হয় হুগো বৌমাসকে। হুগো বৌমাসের আগমনে দলে ছন্দ ফেরে। এরপর থেকেই একের পর এক আক্রমণে খেলার গতি ক্রমশ বাড়তে থাকে। প্রথম সাফল্য আছে ৪৮ মিনিটের মাথায়। গোল করেন লিস্টন কোলাসো। দ্বিতীয় গোলটি আসে ৬৪ মিনিটের মাথায় রয় কৃষ্ণর পায়ে। আর মাজিয়া স্পোর্টসের কফিনে শেষ পেরেকটি পোঁতেন মনবীর সিং। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় আসে এটিকে মোহনবাগানের তৃতীয় গোল।
উল্লেখ্য, প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান হারিয়েছিল বেঙ্গালুরু এফসিকে। সেই ম্যাচে জয় এলেও দলের বেশ কিছু ভুল চিন্তায় রেখেছিল হাবাসকে। তবে তিনি মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে নামার আগে কোন বিরুদ্ধ আলোচনাই শুনতে চাননি তিনি। তাঁর কাছে প্রত্যেকটি ম্যাচই নতুন। আগের ম্যাচের কথা না মনে রেখে নতুন করে নেমেছিলেন দলকে নিয়ে। আর হাবাসের রণকৌশলে দ্বিতীয় জয় পেল এটিকে মোহনবাগান। এরপর ২৪ অগাস্ট বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবেন কৃষ্ণরা।