ভারতবর্ষের করোনা পরিস্থিতি মোটেও ভালো নয়। কিন্তু ক্রিকেট খেলা তো চালাতে হবেই। এই কারণে এবারে আগামী একুশে সেপ্টেম্বর থেকে ভারতের ঘরোয়া ক্রিকেট চালু করতে চলেছে বিসিসিআই। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে সর্বমোট ২১২৭ টি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ আয়োজন করবে তারা। একুশে সেপ্টেম্বর সিনিয়র মহিলাদের একদিনের লীগ দিয়ে শুরু হবে এবারের ঘরোয়া ক্রিকেটের মরশুম। তারপর ২৭শে অক্টোবর থেকে শুরু হবে সিনিয়র মহিলাদের চ্যালেঞ্জার ট্রফি।
গতবছর করোনা ভাইরাসের দাপটের কারনে রঞ্জি ট্রফি খেলা চালু করা যায়নি। কিন্তুএবারে ভারতীয় ক্রিকেটের ঐতিহ্যশালী প্রতিযোগিতা রঞ্জি ট্রফি আয়োজন করতে চলেছে বিসিসিআই। আগামী ১৬ই নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হবে এবং ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। তবে তার আগে ২০ অক্টোবর থেকে শুরু হবে সৈয়দ মোস্তাক আলী ট্রফি। ১২ ই নভেম্বর ফাইনাল হবে এই প্রতিযোগিতার। তারপর শুরু হবে রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি শেষ হয়ে গেলে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঘরোয়া একদিনের ক্রিকেট প্রতিযোগিতা। ২৬ শে মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে বলে জানিয়েছে বিসিসিআই।