এখন বিশ্ব জুড়ে পালিত হচ্ছে 'ভালোবাসার মরশুম'। সামনেই ভ্যালেন্টাইন ডে! ভালোবাসার মানুষের সঙ্গে এই বিশেষ দিন উদযাপন তো করবেনই, সঙ্গে নিজেকেও বিশেষ করে তুলতে ভুলবেন না। কী ভাবে নিজেকে বিশেষ করে তোলা যায়, রইল তারই কিছু পরামর্শ।
গোলাপী ছোঁয়া - প্রেমের ক্ষেত্রে লাল বা গোলাপী রঙ বেশ গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। ভ্যালেন্টাইন ডের দিন অনায়াসেই সাজতে পারেন গোলাপী পোশাকে। একটি শর্ট গোলাপী রঙের ওয়ান পিস এবং মেকআপে হালকা গোলাপী ব্লাশ দিয়ে দিলেই আপনি হয়ে উঠবেন সকলের মধ্যমণি।
লালের কামাল - প্রেমের দিবসে লাল রঙ থাকবে না, তা হয় না! লাল রঙের যে কোনও ধরনের পোশাক বেছে নিন এই বিশেষ দিনে। এখন যেহেতু গরম সেই ভাবে পড়েনি, তাই চুল খোলা রেখেই স্টাইল করতে পারেন। আর সঙ্গে গাঢ় করে লাল লিপস্টিক! ব্যাস, "শো'জ টপার" হতে আপনাকে আর আটকায় কে!
কর্সেট টপের জাদু - যেহেতু এখন সময়টা না ঠান্ডা, না গরম, তাই সহজেই এই বিশেষ দিনে নিজেকে বিশেষ করে তুলতে পরতে পারেন কর্সেট টপ। সঙ্গে হাঁটু পর্যন্ত ডেনিম স্কার্ট। গয়নার দিকেও একটু লক্ষ্য রাখবেন। চেষ্টা করবেন অ্যান্টি টার্নিস, হালকা অলঙ্কার পরিধান করার। পরতে পারেন লেয়ার্ড নেকলেসও। হালকা মেকাপ এবং স্নিকার্সের সঙ্গে আপনার এই 'লুক' সবার মাঝে নজর কাড়বে।
প্রিয় পোশাক - এছাড়াও ভ্যালেন্টাইন ডের রাতে পরার জন্য বেছে নিতে পারেন আপনার সবচেয়ে পছন্দের ঝলমলে পোশাকটি। সঙ্গে রূপালী বা সোনালী গয়না। পরতে পারেন হিল জুতোও। সঙ্গে থাকুক নিউড মেকআপের ছোঁয়া। ব্যাস, এইভাবেই প্রিয় মানুষটির সঙ্গে ভালোবাসার উৎসবে উদযাপন করতে নিজেকে প্রস্তুত করে তুলুন।