রাজ্যে (West Bengal) লাগামছাড়া করোনা সংক্রমণ (Coronavirus)। এই আবহে পুরভোট (Municipality Election) স্থগিত হবে কিনা তা রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) উপরই ছেড়ে দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। এদিন হাইকোর্টের তরফে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, "করোনা পরিস্থিতি ভোট করানো যায় কি না, তা ভাবনাচিন্তা করুক কমিশন।"
তবে পুরভোট নিয়ে কমিশন কী সিদ্ধান্ত নিল, তা ৪৮ ঘণ্টার মধ্যে মামলকারীদের জানানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সঙ্গে স্পষ্ট জানালেন, "কোভিড-১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট করানো বা ভোট স্থগিতের বিষয়ে ‘স্বাধীন ভাবে’ সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই।"
প্রসঙ্গত, করোনা আবহে ভোট পিছনোর জন্য কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলার পরিপ্রেক্ষিতেই পুরভোট স্থগিত করার ক্ষমতা কার রয়েছে এ নিয়ে তরজা বেঁধে যায় রাজ্য ও কমিশনের মধ্যে। অবশেষে পরিস্থিতি ঠান্ডা করে কমিশনের উপরেই সিদ্ধান্ত ছেড়েছে হাই কোর্ট।