রাতের শহরে (Kolkata) ফের একটি বড়সড় দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল এক বাইক আরোহীর। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। মৃত ব্যক্তির মাথাটি থেঁতলে গিয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় শিউরে উঠেছেন সাধারণ মানুষ। শহরে একের পর এক দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ। পাশাপাশি এত সচেতনতামূলক প্রচার, কড়া বিধি-নিষেধের ঘেরাটোপ, সতর্ক প্রহরী কাটিয়ে বারবার দুর্ঘটনার ফলে অনেক প্রশ্নই তুলেছেন নেটিজেনদের একাংশ।
এবারের ঘটনাস্থল বেহালার (Behala) রায় বাহাদুর রোড। মৃত ব্যক্তির নাম অশোক কুমার নায়েক। বাড়ি বেহালার সেনহাটি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতেই ঘটনাটি ঘটেছে। পেছন থেকে একটি লরি সেই বাইক আরোহীকে ধাক্কা মারে। যার জেরে বাইক আরোহী অশোক ছিটকে পড়ে যান। মাথায় প্রচন্ড চোট পান তিনি। ঘটনার পর প্রচন্ড রক্তক্ষরণ হয় তাঁর।মাথাটি প্রায় থেঁতলে গেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অশোকের মাথায় কোন হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো এতটা গুরুতর আঘাত হত না। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর। ঘটনার পর ঘাতক লরিটিকে উদ্ধার করা সম্ভব হলেও লরি চালক পলাতক।
এমনিতেই রাতের দিকে লরি চালকদের একাংশ অনেক সময় ঘুমিয়ে পড়েন। তখনই মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এরফলে রাজ্য পুলিশের তরফে লরি চালকদের গাড়ি থামিয়ে চা, বিস্কুট দিয়ে সজাগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরও দুর্ঘটনা থামানো যাচ্ছে না। ঘটনার পর বেহালা থানার পুলিশ উপস্থিত হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। লরি চালকের তল্লাশি শুরু হয়েছে। দিন কয়েক আগে নদিয়ার ঘটনার পর ফের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।