বাংলার বিধানসভা নির্বাচন চলাকালীন দিকে দিকে রাজনৈতিক কারণে সংঘাত বেড়েই চলেছে উত্তরোত্তর। এবার রাজনৈতিক রং ছাড়া শুরু হওয়া অশান্তিতে রাজনীতির রং লেগে ভয়াবহ আকার নিল খোদ কলকাতার মানিকতলা-কাঁকুড়গাছি এলাকায়। সংঘাতে জড়ায় তৃণমূল-বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, আক্রান্ত হন পুলিশ। ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় উত্তেজনা সপ্তমে।
ঠিক কি হয়েছিল গতরাতে? স্থানীয় সূত্রে জানা গেছে ৩২ নং ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় সাতসকালেই জল তোলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অশান্তি বাঁধে যা থেমেও যায়। বেলার দিকে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে। সেখানে তার একটি অপ্রীতিকর মন্তব্যকে ঘিরে বচসা শুরু হয়। ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী কল্যান চৌবেও। নতুন পল্লী স্পোর্টিং ক্লাব কার অধীনে থাকবে সেই নিয়ে শুরু হয় দু-পক্ষের বিবাদ। বিবাদ চরমে উঠলে পারস্পরিক হাতাহাতিতে জড়ায় তৃণমূল-বিজেপি দু-পক্ষই। প্রায় মাঝরাত অবধি চলতে থাকে ভাঙচুর ও ইঁটবৃষ্টি। পুলিশ নিয়ন্ত্রণে এলে তাদেরও আক্রমণ করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আহত হয়েছেন দু'জন পুলিশকর্মী। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।