রাত পেরোলেই কলকাতার ১৪৪টি ওয়ার্ডে পুরভোট (Kolkata Municipal Election 2021)। করোনা পরিস্থিতিতে (Corona) শান্তিপূর্ণভাবে পুরভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন (Election Commission)। ইতিমধ্যেই কলকাতার ১১৩৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে স্পর্শকাতর বুথগুলিতে বেশি সংখ্যায় মোতায়েন থাকবে পুলিশ। কাজেই, (Kolkata News) শান্তিপূর্ণভাবে পুরভোট করাতে জারি হয়েছে একগুচ্ছ বিধি-নিষেধ। আর তা শুধু ভোটারদের নয়, মানতে হবে রাজনৈতিক দলগুলিকেও। নয়তো নেওয়া হবে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি রাজ্য নির্বাচন কমিশনের।
এদিকে শেষ লগ্নে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। ভোটের দিন যাতে কোনওরকমের সমস্যা না হয় কিংবা বহিরাগতরা যাতে কোনওরকমের অশান্তি করতে না পারে, সে কারণে ভোটের দিন কলকাতা পুরসভার এলাকাকে সিল করতে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। এরই সঙ্গে সমস্ত বিয়েবাড়ি, হোটেল, লজ এবং কমিউনিটি হল, গেস্ট হাউস এমনকি নির্মীয়মাণ বাড়ি যেখানে দুষ্কৃতীরা লুকিয়ে থাকতে পারে, সে সমস্ত সন্দেহজনক এলাকায় পুলিশকে নজরদারি চালাতে বলেছে রাজ্য নির্বাচন কমিশন।