শহরে বাড়বাড়ন্ত করোনা সংক্রমণ (Covid19)। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) সাত হাজার পেরিয়েছে দৈনিক সংক্রমণ। মৃত্যু হয়েছে সাত জনের। এই পরিস্থিতিতে (West Bengal News) বেহাল চিত্র শহর কলকাতার। মেট্রোতে যাত্রী আগের তুলনায় অনেক কম, বাসেও একই ছবি। আবার যাত্রী মিললেও, আকাল বাসের।
বর্তমানে বিভিন্ন রুটে একধাক্কায় কমেছে বাসের সংখ্যা। জানা যাচ্ছে, বহু বাস চালক এবং কন্ডাক্টর করোনাক্রান্ত। যার জেরে রাস্তায় বাস কম দেখা যাচ্ছে। আর এতেই কার্যত উদ্বেগ বেসরকারি বাস মালিক সংগঠনের কর্তাদের। অন্যদিকে, বাস পরিষেবা ব্যাহত হওয়ায় অসুবিধার সম্মুখীন নিত্য যাত্রীরা।
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে রাস্তায় বাস নামাননি অনেক বাস মালিকরা। পরবর্তীতে বাস মালিকরা নিজেরাই বাসের ভাড়া বাড়িয়ে রাস্তায় বাস নামায়। এর মধ্যেই অধিকাংশ চালক, কন্ডাক্টর এবং কর্মীরা করোনাক্রান্ত হয়ে পড়ায় ফের শোচনীয় হয়ে যাচ্ছে পরিস্থিতি। অন্যদিকে, বহু চালক করোনার ভয়ে জেলা থেকে কলকাতায় আসতে অনীহা প্রকাশ করছেন। কাজেই সব মিলিয়ে হাল বেহাল শহর কলকাতার।
সংগঠনের কর্তা টিটো সাহা এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে বলেন, "করোনা আবহের মধ্যে রোজগার অনেকটাই কমেছে। যাত্রী সংখ্যাও কম হচ্ছে। রোজগার কমতে কমতে প্রায় অর্ধেকের কাছাকাছি। এই অবস্থায় পরিষেবা সচল রাখা যথেষ্টই চ্যালেঞ্জের।"
অন্যদিকে, সরকারি বাস পরিষেবাকে সচল রাখার ব্যাপারে যথেষ্ট আশাবাদী রাজ্য সরকার। প্রয়োজনের অতিরিক্ত বাস চালানোর কথা জানিয়ে রেখেছে রাজ্য পরিবহণ দফতর।