ভোট দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বেরিয়ে বললেন, "এমন শান্তিপূর্ণ ভোট আগে হয়নি।" এবারের নির্বাচনে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার মিঠুন। নিজের বোনের বাড়ি ঠিকানায় ভোটার হওয়ার পর জল্পনা ছিল হয়তো বিজেপির প্রার্থী হবেন মহাগুরু। তবে প্রার্থী না হলেও বিজেপির হয়ে দাপিয়ে জনসভা, রোড শো করেছেন তিনি। বারবার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বিভিন্ন সময় নিজের সিনেমার সংলাপ বলে বুঝিয়ে দিয়েছেন নিজের বিজেপির নির্বাচনী প্রচারের উদ্দেশ্যের কথা। শেষ দফায় বৃহস্পতিবার সকাল ৭ টা ৫০ নাগাদ নিজে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন মিঠুন চক্রবর্তী। আর সকলের উদ্দেশ্যে বার্তা দেন, " ভালোভাবে ভোট দিন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার।"
অন্যদিকে, শেষ দফায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো খোদ কলকাতায়। ভোটের দিন সকালে সেন্ট্রাল অ্যাভিনিউর মহাজাতি সদনের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহাজাতি সদনের সামনে সকাল সকাল বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। শেষ দফায় কলকাতা ৭ আসনে ভোটগ্রহণ। মোতায়েন করা হয়েছে ৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিরাপত্তা বলয়ে রয়েছে। তারপরও অশান্তি এড়ানো গেল না বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক একাংশ।
বিশেষ সূত্রে খবর, সকাল পৌনে আটটা নাগাদ মহাজাতি সদনের ফুটপাতের সামনে বোমার প্রচন্ড শব্দে কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় বোমার খন্ডাংশ। জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তা ঘটনাস্থলে পৌঁছান। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের অভিযোগ ওই এলাকায় উনাকে যেতে বাধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে তৃণমূল বোমাবাজি করেছে। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির মধ্য থেকে বোমা ছোঁড়া হয়েছে।
উল্লেখ্য এর বোমাবাজির খবর এসেছে রবীন্দ্র সরণি থেকে। বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। পুলিশ কুকুর নামিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।