মূল্যবৃদ্ধির দাবিতে এবার রাজ্যে জুড়ে বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিল পাঁচটি পরিবহণ সংগঠনের যৌথ মঞ্চ। কাজেই, ঝক্কি পোহাতে চলতি মাসের একদিন নয়,পর পর তিন দিন। কারণ, ডিজেলের মূল্যবৃদ্ধি, ভাড়া বাড়ানো-সহ একাধিক দাবিতে আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিক-মালিকেরা। এরপরেও যদি তাঁদের দাবি না মানা হয়, তাহলে আন্দোলনে অটল থাকবে সংগঠন গুলি।
মঙ্গলবার জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ পাঁচটি সংগঠন নিজেদের মধ্যে আলোচনায় বসে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, জানুয়ারি মাসের তিন দিন রাজ্য জুড়ে পরিষেবা বন্ধ রাখা হবে।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারকে বলে কোনও লাভ হচ্ছে না। ডিজেলের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় আর গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়েই আমাদের পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে।”
সংগঠনের তরফে এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "লকডাউনের আগে থেকেই ডিজেলের দাম ক্রমশ বেড়ে চলেছে। এদিকে যাত্রী কম। এরফলে লাভ দূরের কথা, বাস চালানোর খরচটুকু উঠছে না। এভাবে বাস চালানো সম্ভব হচ্ছে না।"