পুরভোট (Municipal Election 2021) নিয়ে এবার ফের হাইকোর্টের (Kolkata HighCourt) তোপের মুখে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে হাইকোর্টকে জানাতে হবে রাজ্যের বকেয়া পুরসভাগুলিতে নির্বাচন কবে? এবং করোনা পরিস্থিতির মধ্যে কত দফায় ভোট করানো সম্ভব?
হাইকোর্ট সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে সেই তথ্য কলকাতা হাইকোর্টকে জানাতে হবে। এমনকি ভোট সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে নির্বাচন কমিশনকেই। হাইকোর্টের সাফ নির্দেশ, "রাজ্যের ভোট পরিচালক হিসেবে কমিশনের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব এড়াতে পারে না রাজ্য নির্বাচন কমিশন।"
কমিশনের জবাব দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান, "কত দফায় পুরভোট সম্পন্ন করা সম্ভব?" এই প্রশ্নের উত্তরে কমিশনের আইনজীবী জানান, 'এটা ব্যক্তিগতভাবে জানানো সম্ভব নয়। কমিশনের কাছ থেকে জেনে তারপরই জানাতে পারব।'