এক মাসে পর পর দু'বার। রাজ্যে ফের উদ্ধার হয়েছে বিরল প্রজাতির কচ্ছপ। শিরোনামে এবার হাওড়া স্টেশন। রেল সূত্রে খবর, বুধবার রাতে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে নজরদারি চালাচ্ছিলেন আরপিএফের অ্যান্টি ক্রাইম বিভাগের আধিকারিকরা। এক যুবককে দেখে সন্দেহ হতেই, চেক করা হয় তার ব্যাগ। সেখান থেকেই বেরিয়ে আসে বিরল প্রজাতির ২৫টি কচ্ছপ। এই কচ্ছপগুলি স্টার টরটয়েজ নামে পরিচিত। গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। পাচারকারীদের ধরতেই বুধবার এই ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে এল শুক্রবার।
জানা গিয়েছে, এই বিরল প্রজাতির কচ্ছপগুলি পাচার করার উদ্দেশেই নিয়ে আসা হয়েছিল। কোথা থেকে কচ্ছপগুলি নিয়ে আসা হয়েছিল? এই পাচারের সঙ্গে কী আন্তর্জাতিক চক্র জড়িয়ে আছে? চলছে তদন্ত। তবে গ্রেফতার হওয়া যুবক জানিয়েছেন, দক্ষিণ ভারত থেকে কচ্ছপগুলি নিয়ে আসা হয়েছিল।
প্রসঙ্গত, চলতি মাসেই ধর্মতলার মা দুর্গা বাস স্ট্যান্ডে ৫০৯টি লাইভ ইন্ডিয়ান স্টার প্রজাতির কচ্ছপ উদ্ধার করে কলকাতা পুলিশ। তখনও গ্রেফতার হয়েছিলেন ২ দক্ষিণ ভারতীয় যুবক। সে সময়েও শোনা গিয়েছিল, দক্ষিণ ভারত থেকেই এসেছিল এই কচ্ছপ।