শোভনের প্রত্যাবর্তনের রোড শো ঘিরে ফের অনিশ্চয়তা৷ আমন্ত্রিত নন বলে মিছিলে যাচ্ছেন না বলে শেষ মুহূর্তে জানিয়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এরপরেই কার্যত একই পথে হেঁটে মিছিলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও (Sovon Chatterjee)।
প্রসঙ্গত, এর আগেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাননি শোভন চট্টোপাধ্যায়ও। কাজেই এবারেও এমনটা আন্দাজ করা যাচ্ছিল।
সূত্রের খবর, বিজেপি অফিস থেকেই ফোন করেই নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়, এ দিনের মিছিলে তাঁর আসার প্রয়োজন নেই৷ কারণ এই মিছিল শোভন চট্টোপাধ্যায়কে নিয়েই৷
এরপরেই কার্যত বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানিয়ে দেন যে, বিজেপির বাইক ব়্যালিতে তিনি অংশগ্রহণ করবেন না। এমনিতেই কর্মব্যস্ত দিনে যানজটের ভয়ে বিজেপিকে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও সোমবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার দেন, ব়্যালি হবেই। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পর শোভন চট্টোপাধ্যায়ও একই পথে বেঁকে বসায় অস্বস্তিতে গেরুয়া শিবির।
জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছে তাঁর সঙ্গে কথা বলছে বিজেপি রাজ্য নেতৃত্ব। দিল্লি থেকে ফোন করেও তাঁকে বোঝানো হচ্ছে। তবুও নিজের সিদ্ধান্তে অনড় শোভনবাবু।