সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের যুগলবন্দীতে চলছে এদেশের করোনা টিকাকরণ প্রক্রিয়া। এবার তৃতীয় সুরক্ষা শক্তি হিসেবে যুক্ত হল রাশিয়ার স্পুটনিক-ভি। প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনকে ভারতে ছাড়পত্র দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই। ইতিমধ্যেই ই-এম বাইপাসের পার্শ্ববর্তী অ্যাপেলো হাসপাতালে ট্রায়াল চালানো হচ্ছে এবং আগামী সোমবার অর্থাৎ ৭ই জুন থেকে ওই হাসপাতালেই শুরু হবে এই রুশ টিকার প্রয়োগ প্রক্রিয়া। তবে হাসপাতাল সূত্রে খবর, যেহেতু এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে, তাই বাছাই করা অল্প ক'জনকেই দেওয়া হবে এই টিকা।
কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের মতোই এই টিকার বুকিংয়ের জন্যেও কো-উইন পোর্টালে স্লট রিসার্ভ করতে হবে। প্রদত্ত তারিখ অনুযায়ী গ্রাহকে নির্দেশ করা হবে অ্যাপেলো হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য। কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের মতোই এই টিকারও দুটি ডোজ নিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্পুটনিক-ভি'র ক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হব। ডোজপ্রতি এই রুশ ভ্যাকসিনের দাম নির্ধারিত হয়েছে ১,২৫০ টাকা। দুটি ডোজের জন্য জনপ্রতি খরচ পড়বে ২,৫০০ টাকা। যদিও রাজ্য সরকার এই ভ্যাকসিনকে সরকারি আওতায় আনবে কিনা, তা নিয়ে এখনো কোনো নির্দেশিকা জারি করা হয়নি।