রাজ্যের অধিকাংশ জেলাতেই আগেই একশো ছাড়িয়েছিল, কৌতূহল ছিলই কলকাতায় (Kolkata) কবে একশো পেরোয়! বুধবার একশোর কাছাকাছি পৌঁছালেও অতিক্রম করতে পারেনি। বৃহস্পতিবার শহরবাসী সাক্ষী থাকল এক ঐতিহাসিক সন্ধিক্ষণের। ইতিহাসে এই প্রথম কলকাতায় ১০০ ছুঁল ডিজেলের (Diesel) দাম। শহরে আইওসির পাম্পে বৃহস্পতিবার ৩৬ পয়সা বেড়ে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের মূল্য বৃদ্ধি পেল ১০৮.৭৮ টাকা।
পেট্রোপণ্যের দাম বাড়ায় প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। পরিবহণ খরচ বাড়ায় সব্জি, মাছ, মাংস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তদের ত্রাহি ত্রাহি অবস্থা। করোনার জেরে কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ। বেকারত্বের সংখ্যা ক্রমবর্ধমান। এমন অবস্থায় ক্রমাগত পেট্রোপণ্যের দাম বাড়ায় মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে এই বিষয় নিয়ে কেন্দ্রের মোদী সরকারের গা-ছাড়া মনোভাব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেন্দ্র ও রাজ্যের আকাশছোঁয়া কর না কমালে আমজনতার মুক্তি নেই।
উল্লেখ্য, রাজ্যের ২৩ টি জেলার মধ্যে কলকাতা-সহ ২২ টি জেলায় ইতিমধ্যেই ডিজেলের মূল্য ১০০ ছাড়িয়েছে। গত জুলাই মাসে পেট্রোলের মূল্য ১০০ ছাড়িয়েছিল। এবার তিনমাসের ব্যবধানে ডিজেলও সেঞ্চুরি ক্রশ করল। উল্লেখ্য, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ২৫ দফায় ৮ টাকা ৪৩ পয়সা দাম বাড়ল ডিজেলের। এরফলে আগামী সপ্তাহে ফের গ্যাসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গণ পরিবহণ ক্ষেত্রে মাশুল গুনছে গাড়ি মালিকরা। অনেক মালিক বাধ্য হয়ে বাস চালানো বন্ধ করে দিয়েছেন। সরাসরি জানিয়ে দিয়েছেন, এমন লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বাস চালাতে তাঁরা অপারগ। এমন অবস্থা কতদিন জারি থাকবে ইতিমধ্যেই এই নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।