আগামীকাল রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে লকডাউন। এই লকডাউনে বাংলার প্রায় বহু জিনিস বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যেই থাকছে ট্রেন, সরকারি ও বেসরকারি বাস এবং ব্যক্তিগত গাড়ির মত বিভিন্ন পরিষেবা। আগামীকাল থেকে লকডাউন শুরু হচ্ছে আর তাই জন্য আজ থেকে পড়ে গিয়েছে সকলের বাড়ি যাবার তাড়াহুড়ো। এই কারণে ধর্মতলাসহ রাজ্যের বিভিন্ন জেলা এবং শহরের বাস টার্মিনাসে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। তার সাথেই শুরু হয়ে গেছে টিকিটের কালোবাজারি।
শনিবার ধর্মতলায় সরকারি এবং বেসরকারি দূরপাল্লার বাস স্ট্যান্ডে দেখা গেল উপচে পড়া মানুষের ভিড়। সোশ্যাল ডিসটেন্সিং কোথাও মানা হচ্ছে না। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় ননস্টপ এবং দূরপাল্লার গাড়ির টিকিটের জন্য লম্বা লাইন চোখে পড়ল। বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এবং দীঘা লাইনের বেশ কিছু বাস ধরার জন্য বহু মানুষ অপেক্ষা করছিলেন ধর্মতলা বাসস্ট্যান্ডে। আর এই সুযোগ নিয়ে বাস মালিকরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুন টাকা দাবি করছে টিকিটের জন্য। যাত্রীরা যারপরনাই হয়রানির শিকার। কিন্তু টিকিটের দামের চিন্তা না করে যে কোনোভাবেই হোক লোকে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছেন বাসে।