খোদ কলকাতার এসএসকেএম হাসপাতালে সাতসকালে চলল গুলি। গুলির ঘটনায় হাসপাতালে ছড়িয়েছে চাঞ্চল্য। সূত্রের খবর, শনিবার সকালে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকের পিছনে নির্মীয়মাণ বিল্ডিংয়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কলকাতা পুলিশের এক এসআইকে।
সূত্রের খবর, শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে হঠাৎ গুলির শব্দে চমকে ওঠেন সকলে। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কর্তব্যরত অফিসাররা ঘটনার কারণ অনুসন্ধানে দেখেন উডবার্ন ব্লকের পিছনে নির্মীয়মাণ বিল্ডিংয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক পুলিশ অফিসার। পাশে তাঁর সার্ভিস রিভলবারটি পড়ে থাকতে দেখা যায়।বিশেষ সূত্রে খবর, কলকাতা পুলিশের এসআই এবং এসএসকেএম হাসপাতালের সিকিউরিটি কন্ট্রোল অফিসার লক্ষ্মীকান্ত রায়চৌধুরী সকালে বাহিনী নিয়ে হাসপাতালে যান। আর কিছুক্ষণ পরেই গুলির শব্দে সকলে সচকিত হয়ে পড়েন। ডিউটি অফিসাররা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ট্রমা সেন্টারের ক্রিটিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন। উনি এখন কোমায় আছেন। হাসপাতাল সূত্রে খবর, উনার মেরুদন্ডে গুলি আটকে রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান নিজের সার্ভিস রিভলবার থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।