গতকাল থেকেই রাজ্যের (West Bengal) গায়ে লেগেছে বিধিনিষেধের আভাস। স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) থেকে কলকাতা পুরসভার (Kolkata Municipality) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), সকলেই ওমিক্রন (Omicron) উদ্বেগের মাঝেই জনসাধারণকে বারংবার সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, পরিস্থিতি বুঝে লোকাল ট্রেন কমানোর এবং স্কুল বন্ধের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আতঙ্কের কিছু নেই। রাজ্যে এখনই জারি হচ্ছে না কড়া বিধিনিষেধ। তবে থাকতে হবে সতর্ক, পরতে হবে মাস্ক।
এদিকে বড়দিনে পার্ক-স্ট্রিটের ভিড় দেখে কার্যত চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। এই পরিস্থিতিতে বর্ষশেষের রাত্রে সমস্ত নগরবাসীকে হই-হুল্লোড় বা পার্টি, রাস্তায় নেমে অবাধ উদযাপন বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই, কেন্দ্রের তরফে রাজ্যে এসেছে চিঠি। করোনা পরিস্থিতি নিয়ে আরও কড়া হওয়ার জন্য রাজ্যকে হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের।
তবে এসবের মাঝেই বছরের শেষ দিন ও নতুন বছরের শুরুতে কড়া নিরাপত্তার পরিসংখ্যান তুলে ধরল কলকাতা পুলিশ। সূত্রের খবর, ৩১ ডিসেম্বর মোট তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে গোটা শহরে (Kolkata Police)। বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি মোতায়েন থাকবে ৩৫০০ পুলিশ কর্মী। এছাড়াও পার্ক-স্ট্রিট এলাকায় ৮ জন ডিসি নিরাপত্তার দায়িত্বে থাকছেন। এদের মধ্যে থাকবেন ২ জন মহিলা ডিসি। দায়িত্বে থাকবেন ১৩ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। সুরক্ষার জন্য বর্ষবরণের রাতে ভিডিও ক্যামেরায় তুলে রাখা হবে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র (Kolkata News) সরণিতে ঘুরতে আসা মানুষের ছবি ও ফুটেজ। নজরদারি চলবে ড্রোনের সাহায্যেও।
এখানেই শেষ নয়, চৌরঙ্গি রোড ও পার্ক স্ট্রিটের সংযোগস্থল ও মাদার টেরেজার মূর্তি এবং মিডলটন স্ট্রিট ও চৌরঙ্গির সংযোগস্থলে পুলিশবাহিনী নিয়ে থাকবেন তিনজন ডিসি পদমর্যাদার আধিকারিক। এছাড়াও ডিসি (সাউথ) বাহিনী নিয়ে এলাকাজুড়ে টহল দেবেন, থাকবেন মহিলা ডিসি। তাঁদের অধীনেই প্রায় ৬৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক থাকবেন। পার্ক-স্ট্রিট, শেক্সপিয়ার সরণি ও নিউ মার্কেট এলাকায় ৩০ টি পুলিশ পিকেট ছাড়াও মেট্রো স্টেশন ও বাস স্ট্যান্ডে, ৩৮ টি হোটেল, পানশালা ও নাইট ক্লাবের বাইরেও থাকবে পুলিশ পিকেট। রাতে চলবে নাকা চেকিং।
পাশাপাশি শহরে সিটি ওয়াচ মোটরবাইক প্রেট্রোলিং টিম থাকছে ২০ টি, পুলিশ আসিস্ট্যান্স বুথ থাকছে ৩০টি, থাকবে ১১টি ওয়াচ টাওয়ার, কুইক রেসপন্স টিম থাকবে ২ টি (Kolkata Police)।