আরও অত্যাধুনিক নিরাপত্তার মোড়কে নবান্ন (Nabanna)। বিমানবন্দর, মেট্রো স্টেশন কিংবা শপিং মলের মতোই এবার নবান্নেও থাকবে বিশেষ দরজা অর্থাৎ স্মার্ট গেট বা সেন্সর লাগানো দরজা। সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নের দক্ষিণ গেটে এই স্মার্ট গেট বসানোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। অতিথি বা আমজনতা নয়, নবান্নে কর্তব্যরত সরকারি কর্মচারী থেকে সকলকেই এই সেন্সর লাগানো দরজা দিয়েই ঢুকতে হবে।
এছাড়াও নবান্নে যাঁরা বিভিন্ন কাজে আসেন, তাঁদের জন্য পূর্বের নির্দিষ্ট ভিজিটর গেট তো আছেই। এই ভিজিটর গেট দিয়ে ঢোকার সময় ভিজিটররা তাঁদের নাম খাতায় লেখেন, তারপরেই তাঁদের নবান্নের ভিতরে ঢোকার অনুমতি দেন কর্তব্যরত পুলিশকর্মীরা।
তবে এবার শোনা যাচ্ছে, মেট্রোর কার্ডের মতোই নবান্নে কর্তব্যরত সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ স্মার্ট কার্ড দেওয়া হতে পারে। সেই স্মার্ট কার্ড ব্যবহার করেই সরকারি কর্মচারীরা ভিতরে ঢুকতে পারবেন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এক অজ্ঞাত পরিচয় যুবক ঢুকে পড়েন। এরপরেই বাড়ানো হয় মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা। সাম্প্রতিক গত কয়েকদিন ধরেই নবান্নের নিরাপত্তা কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে বিশেষ আলোচনা চলছিল আধিকারিকদের মধ্যেই। এবার সামনে এল স্মার্ট গেটের কথা।
এও শোনা যাচ্ছে, আপাতত নবান্নের দক্ষিণ গেটে এই স্মার্ট গেট বসানোর কাজ হলেও, পরে সব দরজাই স্মার্ট গেট করে দেওয়া হবে।