করোনা পরিস্থিতিতে (Corona Pandemic) কাবু গোটা দেশ। হিমশিম খেয়েছে অন্যান্য রাজ্যের মতোন পশ্চিমবঙ্গও। তবে রিপোর্ট অনেকটাই ভালো। কোভিডের প্রথম ঢেউয়ে যখন চিকিৎসকদের জানা নেই, কোন ওষুধ প্রয়োগ করতে হবে বা চিকিৎসা কিভাবে করা হবে, সেই সময় কড়া হাতে দায়িত্ব সামলে ছিল এমআর বাঙ্গুর (M R Bangur Hospital) হাসপাতালকে।এবার এই সব কাজেরই স্বীকৃতি পেল বহু পরিচিত সরকারি হাসপাতাল এম আর বাঙ্গুর। দেশের সেরা জেলা হাসপাতালের মুকুট উঠল এম আর বাঙ্গুরের মাথায়। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, নীতি আয়োগের (Niti Ayog) তরফে সদ্যই এই স্বীকৃতির চিঠি এসে পৌঁছেছে স্বাস্থ্যদপ্তরের হাতে।
এদিন নীতি আয়োগের তরফে যে চিঠি এসে পৌঁছেছে, তাতে বাঙ্গুর হাসপাতালের ভূয়সী প্রশংসা করা হয়েছে। কেন্দ্রের এই স্বীকৃতিতেই স্পষ্ট, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট উন্নত। চিঠিতে বলা হয়েছে, মহামারীকালে সীমিত পরিকাঠামো নিয়েও রোগীর চাপ সামলেছে বাঙ্গুর হাসপাতাল। রোগীকে অন্যত্র রেফার করা কিংবা ফিরিয়ে দেওয়ার মতো অভিযোগ প্রায় ছিল না টালিগঞ্জের এই সরকারি হাসপাতালের বিরুদ্ধে। প্রসঙ্গত, এর আগে করোনা কালে ভাল পরিষেবার জন্য কেন্দ্রীয় প্রতিনিধিদলের প্রশংসা কুড়িয়েছিল বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতাল।