বড়দিনের পর এবার বর্ষবরণের রাতেও চরম উল্লাসে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখালো শহরবাসী। প্রায় দুশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের সহ পাঁচশো জনের বেশী উল্লঙ্ঘনকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
গাড়ি চালানোর গতিবিধি ও রাস্তাঘাটে অশালীন ব্যবহারের পাশাপাশি এবার অতিরিক্ত সংযুক্তি করোনাবিধি, সব মিলিয়ে পুলিশের কড়া প্রহরার মাঝেও আইন অমান্য করল অসংখ্য শহরবাসী। শুধুমাত্র মাস্ক না পরা ও রাস্তায় থুথু ফেলাজনিত কারনেই রাত এগারোটা পর্যন্ত মামলা দায়ের করা হয় ১৯৪ জনের বিরুদ্ধে। এছাড়াও অশালীন আচরণের জন্য অভিযোগ রুজু হয় আরও ৩২৫ জনের বিরুদ্ধে। মুম্বাই বা দিল্লির মতো এখানে রাত্রিকালীন কারফিউ জারি না হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। তবে বড়দিনে ৫৫৮ জনের বিরুদ্ধে মামলা রুজুর পর এদিনও চিত্র বদলায়নি।