আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিকত্বের পথে কলকাতা মেট্রো পরিষেবা। নতুন বছর থেকে মেট্রো মিলবে সাত মিনিট অন্তর। ৪ঠা জানুয়ারি থেকে এতদিনের দৈনিক ১১৪ টি ট্রেন বেড়ে হবে ২২৮ এবং সকাল ৯ টা থেকে রাত ৮:৪৫ পর্যন্ত চালু থাকবে পরিষেবা। এর পাশাপাশি ই-পাশের বিধিনিষেধেও অনেকটাই শিথিলতা এসেছে। এখন থেকে শুধুমাত্র পুরুষ যাত্রীদের জন্য সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ই-পাস ব্যবহার বাধ্যতামূলক। বর্ষবরণের জন্যও আজ রাতে থাকবেনা কোনো অতিরিক্ত ট্রেন।
অন্যদিকে ভাড়া বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত বাস সংগঠনগুলি। বুধবারের বৈঠকের পর তাদের ৬টি সংগঠন এই সিদ্ধান্তে এসেছে যে আগামী ১৫ই জানুয়ারির মধ্যে নূন্যতম বাসভাড়া হিসেবে ১৪ টাকা না করা হলে আন্দোলনের পথে হাঁটবে তারা। ডিজেল, টায়ার, বিমা এসবের আকাশছোঁয়া খরচ সামাল দিতে হিমসিম তারা, এমনটাই দাবি তাদের। সরকার লকডাউন পরবর্তী পরিস্থিতিতে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালনে ব্যর্থ, এমনকি যাত্রীসংখ্যা অত্যল্প হওয়ায় লোকসানের মুখে তারা, অভিযোগ করেন বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক। অন্যদিকে মদন মিত্র অভিযোগ করেন শুভেন্দু পরিবহন মন্ত্রীত্বে থাকাকালীন কোনোরূপ সমাধানের চেষ্টা করেননি তাই তিঁনি নিজেই কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।