ডিজিটাল হচ্ছে মেট্রো (Kolkata Metro)। এর জন্যে আপনাকেও হতে হবে আধুনিক। কারণ ইতিমধ্যেই মেট্রোতে স্মার্ট কার্ড ছাড়া শুধুমাত্র কিউ আর কোড (QR Code) স্ক্যান করেই মেট্রো স্টেশনে প্রবেশের ব্যবস্থাপনা শুরু হয়ে গিয়েছে। কাজ প্রায় শেষের মুখে পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে। উল্লেখ্য, করোনার জেরে আগেই বাতিল হয়েছে টোকেন পদ্ধতি। নিত্য যাত্রীদের একমাত্র ভরসা তাই স্মার্ট কার্ড। বলে রাখা ভালো, টোকেন পদ্ধতি উঠে যাওয়ায় স্মার্ট কার্ডের ক্ষেত্রেই সমস্যার মুখোমুখি হয়েছেন অনেকেই। তার উপর নতুন করে যদি কিউ আর কোড স্ক্যানিংয়ের পদ্ধতি তাঁদের ওপর চাপানো হয়, এতে সমস্যায় পড়তে পারেন অনেকেই। কারণ, প্রত্যেকেরই স্মার্ট ফোন আছে, কিংবা এই পদ্ধতি সকলেই বোঝেন এমনটা নয়। কাজেই, টোকেন পুরোপুরি অচল হয়ে গেলে সমস্যায় পড়ার চিন্তা বহু যাত্রীর।
যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে QR Code স্ক্যানের পদ্ধতি কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে চিন্তার কোনও কারণ নেই, সকল বয়সীদের কথা মাথায় রেখে অবশ্যই কিউ আর কোডের বিকল্প পদ্ধতি চালু হওয়ার সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরেই স্মার্ট কার্ডের পাশাপাশি কিউ আর কোড স্ক্যান করে মেট্রোয় প্রবেশ নিয়ে ভাবনাচিন্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগেই শুরু করেছিল। ঠিক সেই অনুযায়ী চলতি মাসে শেষ হল পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনের কাজ।