স্ট্র্যান্ড রোডের কয়লাঘাটা রেলের অফিসের সেই ভয়াবহ আগুন নির্বাপনে গিয়ে দমকলকর্মী ও পুলিশ আধিকারিকদের প্রাণ হারানোর ঘটনা এখনো স্মৃতিতে টাটকা। এক মাসের মধ্যে ফের একবার বীভৎসতার মুখোমুখি সেই স্ট্র্যান্ড রোড। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চার তলার ক্যান্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবার আতঙ্কে এলাকাবাসী। হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন এবং ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের কারণ বেশ অনেকটা অংশ জুড়েই আগুন ছড়িয়ে পড়েছে।
ঠিক কি হয়েছিল? স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল ৭:৪৫ নাগাদ স্ট্র্যান্ড রোডের ওই বহুতলের ৪ তলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্যান্টিন থেকে ধোঁয়া বের হতে দেখেন বেশ কয়েকজন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে দেখে দমকলে খবর দেওয়া হয়। ওই বহুতলের চারতলার সমান্তরালে তার পাশের লাগোয়া আবাসনের ছাদ। সেখান থেকে স্পষ্ট দেখা যায় দাউদাউ করে জ্বলছে ওই চারতলার ক্যান্টিন।
দমকল আসার আগে থেকেই পাশের আবাসনের ছাদ থেকে ইঁট ছুড়ে ওই বহুতলের চার তলার জানলা ভাঙার চেষ্টা করেন স্থানীয়রা কারণ ওই তলে ক্যান্টিন থাকার দরুণ সিলিন্ডার বিস্ফোরণের জোরালো সম্ভাবনা রয়েছে তাই ধোঁয়া যাতে সহজেই বেরোনোর পথ পায় সে চেষ্টাই চালান তারা। কাচ ভাঙার ফলে সুবিধা হয় দমকলের কাজেও কারণ দমকলকর্মীরা পার্শ্ববর্তী আবাসনের ছাদ থেকেই ওই বহুতলের আগুন নেভানোর চেষ্টা করেন।
সকলকে নিরাপদে সরিয়ে আনা হলেও এখনো ভেতরে কেউ আটকে আছেন কিনা, জানা যাচ্ছেনা। আপাতত হতাহতের কোনো খবর নেই। দমকলকর্মীদের নিরলস প্রচেষ্টায় আগুন আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।