রাজ্যে মাথাব্যথার কারণ হয়ে উঠছে ডেঙ্গু। আজ নবান্নে ডেঙ্গু নিয়ে চলছিল গুরুত্বপূর্ণ বৈঠক। আর সেখানেই রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গু-ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত যাতে না হয়, টেলিফোনিক বার্তায় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা-সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন জেলাশাসক, মহকুমাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরাও। জানা যাচ্ছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগামী দু’সপ্তাহ পুরসভা, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকগুলিতে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে। প্রচার চালাতে হবে। যতক্ষণ না তাপমাত্রা কমছে, ততক্ষণ সতর্ক থাকতে হবে।