‘বাংলায় কাজ নেই’, ভোটের আগেই হোক বা অন্যান্য সময়, বিরোধীপক্ষের কাছে সরকারকে তুলোধোনা করার মোক্ষম অস্ত্র। তবে সে কথা যে কতখানি বাস্তবসম্মত, সে বিষয়ে প্রশ্ন তুলে দিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) টুইট। টুইটে তিনি জানালেন, তৃণমূল (TMC) আমলে টিসিএসের (TCS) মতো বেসরকারি আইটি (IT) সংস্থাতেও বিপুল হারে হয়েছে নিয়োগ।
এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরে কেবলমাত্র কলকাতাতেই আইটি সেক্টরে ৫০,০০০ লোক নিয়োগ করেছে টিসিএস। টুইটে সিপিএম (CPIM) আমলের সাথে তুলনা টেনে এনে তিনি বলেন, ২০১১ সালে নিয়োগের সংখ্যাটা ছিল কেবলমাত্র ১৫,০০০। বর্তমানে তা বেড়েছে তিনগুনেরও বেশি। এহেন ঈর্ষণীয় পরিসংখ্যান প্রকাশ করে তিনি সকলকে ধন্যবাদজ্ঞাপনও করেন নিজের টুইটে।
গতকালই কলকাতা পুরসভা নির্বাচনে আশাতীত সাফল্য পেয়েছে তৃণমূল। তার উপর আজকে এমন পরিসংখ্যান যে তৃণমূল-কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।