সোমবার বিধানসভা অধিবেশনে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। একই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) নিয়েও বেসরকারি হাসপাতালগুলিকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।
সোমবার বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী আবারও জানিয়ে দিলেন, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতে হবে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে। গ্রহণ না করলে বাতিল করা হবে বেসরকারি হাসপাতালের লাইসেন্স।
প্রসঙ্গত, ২০১৬ সালে স্বাস্থ্যসাথী স্কিম চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গরীব মানুষদের যাতে চিকিৎসাক্ষেত্রে সমস্যা না হয়, তাই এই পদক্ষেপ ছিল রাজ্য সরকারের।