চলতি বছরের মাধ্যমিক (Madhyamik Examination) নিয়ে বেশ ভালোই ভোগান্তি হয়েছে পড়ুয়া থেকে শিক্ষক, প্রায় সকলেরই। অষ্টম শ্রেণী পাশ করে, এরপর কোনও পরীক্ষা ছাড়া এমনকি বিদ্যালয়ে বসে পর্যাপ্ত ক্লাস না করেই মাধ্যমিকে বসেছিল চলতি বছরের পরীক্ষার্থীরা। পরীক্ষার মাঝেই আবার বিতর্কের মধ্যে পড়ে ইতিহাস পরীক্ষার প্রশ্নের মান। সিলেবাস বহির্ভূত এবং কঠিন প্রশ্ন দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক থেকে অধিকাংশ শিক্ষকরা।
সব কিছুর রেশ মিটলেও, মাধ্যমিকের উত্তরপত্র মাথাব্যথার কারণ হয়ে ওঠে শিক্ষকদের। দেখা যায় বহু খাতা ফাঁকা। অনেকেই আবার উত্তর না লিখে পাশ করিয়ে দেওয়ার অনুরোধ করে গিয়েছেন। এই নিয়ে কার্যত মাথায় হাত পড়েছিল শিক্ষকদের।
তবে এবার নজিরবিহীন ঘটনা। মাধ্যমিকের খাতায় অশ্রাব্য গালিগালাজ লিখেছে বেশ কয়েকজন পড়ুয়া! পরীক্ষার খাতা দেখে স্তম্ভিত মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। পর্ষদের অফিসে ডেকে পাঠানো হয় অভিভাবকদের। সন্তানদের সঙ্গে নিয়ে পর্ষদের অফিসে এসেছিলেন তাঁরা। খাতা দেখে কার্যত হকচকিয়ে যান অভিভাবকরাও। কেউ পর্ষদের অফিসেই সন্তানকে মারধর করতে শুরু করেন। কেউ কান্নায় ভেঙে পড়েন।