সপ্তাহের শুরুতেই যাতায়াতে ধাক্কা। মা উড়ালপুল (Maa Flyover) ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ। আগামী ১৯ দিন বন্ধ থাকবে মা উড়ালপুল। কাজেই, সহজে গন্তব্যে পৌঁছনোর জন্য থাকছে ঝক্কি। সূত্রের খবর, আজ রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল। শুধু আজ নয়, আগামী ১৯ দিন এভাবেই রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল। তবে দিনের বেলা স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করবে।
কাজেই, রাতের বেলায় কোনও জরুরি ক্ষেত্রে যাতায়াতের জন্য আগামী ১৯ দিন ব্যবহার করা যাবে না মা উড়ালপুল। খবর, চিনা মাঞ্জার দাপট রুখতে মা উড়ালপুলের দু’দিকে লোহার জাল লাগানোর জন্য কেএমডি’র (KMDA) কাছে প্রস্তাব দিয়েছিল কলকাতা পুলিশ। আর তাতেই মেলে সবুজ সংকেত।
তাই সংস্করণের জন্যই কার্যত বন্ধ থাকবে উড়ালপুল।এই সময়ে উড়ালপুল ব্যবহারকারীরা ভুল করে যাতে উড়ালপুলে উঠে না পড়েন সে কারণে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ বোর্ড লাগানোর কাজ চলছে।
উল্লেখ্য, এর আগে মা উড়ালপুলের ৯০০ মিটার পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে লোহার জাল লাগানো হয়েছিল। তবে ওই ন'শো মিটারে কোনও দুর্ঘটনা না ঘটলেও, অন্য প্রান্তে চিনা মাঞ্জার কারণে আহত হচ্ছেন অনেকেই। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্কারের। বলাবাহুল্য, ইএম বাইপাসকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের সঙ্গে যুক্ত করে মা উড়ালপুল। প্রায় আট কিলোমিটার লম্বা এই ফ্লাইওভারের জন্য, অতি দ্রুত গন্তব্যে পৌঁছতে পারেন নিত্যযাত্রীরা।