আধুনিকতার ছোঁয়ায় রাজ্যের অগ্নিনির্বাপণ বিভাগ। বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় সহজে আগুন নেভাতে এবার অত্যাধুনিক ড্রোন কিনছে দমকল বিভাগ। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এই উদ্যোগ বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। জনবহুল এলাকায় আগুন লাগলে, মূলত আগুনের উৎস খুঁজতে সাহায্য করবে এই ড্রোন।
ইতিমধ্যেই নবান্নের ক্যাবিনেট বৈঠকে এ বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে দমকল বিভাগ। জানা গিয়েছে, ৪টির মধ্যে ফেব্রুয়ারি মাসে দমকল বিভাগের হাতে আসবে দুটি ড্রোন। বাকি দুটি কিছুদিন পর হাতে পাবে সংশ্লিষ্ট দপ্তর। এ প্রসঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ড্রোন কেনা হচ্ছে।
এছাড়াও রাজ্যে চারটি নতুন দমকল কেন্দ্র তৈরি হবে বলে জানিয়েছেন সুজিত বসু। একই সঙ্গে জীর্ণ কেন্দ্রগুলিকে সারানো নিয়েও সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট বৈঠকে।