কালীপুজোর আগে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবারেও আগের বারের মতোই নিষিদ্ধ করা হয়েছে শব্দবাজি এবং সমস্ত ধরনের বাজি বিক্রি এবং পোড়ানো। কিন্তু তার মধ্যেও অনেকেই কালীপুজো বা দীপাবলীর আগে লুকিয়ে চুরিয়ে বাজি বিক্রি করা শুরু করেছিলেন। কলকাতা পুলিশের জোড়াসাঁকো থানার তরফ থেকে এবারে উদ্ধার করা হলো বিশাল পরিমাণের নিষিদ্ধ বাজি। এই বাজি গুলির মধ্যে ছিল চকলেট বোমা, এবং আরো বিভিন্ন ধরনের শব্দ বাজি। তার পাশাপাশি ছিল আরও বিভিন্ন ধরনের বাজি।
মধ্য কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার টুইট করে এই বিপুল পরিমাণ বাজি উদ্ধারের ব্যাপারে জানিয়েছেন সকলকে। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের জোড়াসাঁকো থানা ৫৪০ কিলোগ্রাম নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। তার পাশাপাশি, কলকাতা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে বাজি স্টোর করার জন্য।