কলকাতা পুরসভাকে (KMC) 'দেউলিয়া' ঘোষণা করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। শুক্রবার এক টুইট বার্তায় এমনই তোপ দাগলেন তিনি। পুরসভার এই দৈন্যদশা নিয়ে রীতিমতোই তিনি সরব হয়েছেন। সরাসরি রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প এবং বিভিন্ন ভাতার দিকে আঙুল তুলেছেন বিজেপির নেতা।
উল্লেখ্য, গতকাল কলকাতা পুরসভার তরফে একটি নোটিশের কথা প্রকাশ্যে আসে। যেখানে বলা হয়েছে সেপ্টেম্বর ২০২১-এর পর যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের পেনশন দেওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ হিসেবে 'অর্থসঙ্কট'-কেই কাঠগোড়ায় তোলা হয়েছিল। এর পরেই রাজ্য রাজনীতিতে চাপানউতোর তৈরি হয়। কয়েক শো অবসর প্রাপ্ত কর্মীর ফাইল আটকে আছে বলেও খবর। সকাল সন্ধে পুরসভার অফিসে হত্যে দিয়েও মিলছে না এই সমস্যার সমাধান। পুরসভার মেয়র হিসেবে শপথ নেওয়ার সময় ফিরহাদ হাকিম বলেছিলেন, বর্তমানে পুরসভার উপর প্রায় ৭০০ কোটি টাকার ঋণের বোঝা। এই পরিস্থিতিতে পুরসভা চালানো রীতিমতোই চ্যালেঞ্জ। আর এই অবস্থায় গতকালের ঘটনায় রীতিমতোই শোরগোল পড়ে গেছে।
পুরসভার এই খবর বাইরে আসতেই বিরোধীরা ঝাঁপিয়ে পড়েছে। পুরসভার 'দৈন্য' দশা নিয়ে সরব হয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি বলেছেন, "আমি আশঙ্কা করছি এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি রাজ্য সরকারেরও তৈরি হবে। যে হারে দান খয়রাত চলছে এটা প্রত্যাশিত।"