শুক্রবার অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন সেই ব্যক্তি। ফলে ব্যাহত হয় ডাউনলাইনে মেট্রো পরিষেবা। পুলিশ সেই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে ময়দান স্টেশন থেকে মেট্রো চালানো হচ্ছে। শহরের ব্যস্ত সময়ে ফের ঝক্কির শিকার সাধারণ মানুষ।
উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে একই ঘটনা ঘটেছিল। দুপুর নাগাদ কবি সুভাষগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন বছর ৫৫-র এক মহিলা। তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। একই সপ্তাহে পৃথক দু'টি ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
মেট্রো রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনার কথা প্রায়শই শোনা যায়। বারবার বহু সচেতনতামূলক প্রচার, কর্মসূচি করেও আটকানো সম্ভব হচ্ছে না। একই সপ্তাহে পরপর দু'টি ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। এখনও সেই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।