কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে শেষ কবে এমন অঘটন ঘটেছিল, মনে করতে পারছেন না কেউই। স্টেশনে মেট্রো এসে দাঁড়াল, নির্ধারিত সময় পরে চলেও গেল কিন্তু দরজা খুলল না। না, একটা-দু'টো দরজা নয়, গোটা মেট্রোর কোন দরজাই খুলল না। নির্ধারিত সময় পরে পরের স্টেশনের জন্য বেরিয়ে গেল মেট্রো। এমনই অভিনব ঘটনা ঘটল কলকাতা মেট্রোতে।
মঙ্গলবার সন্ধ্যায় নোয়াপাড়া মেট্রো স্টেশনে এমনই অভিনব ঘটনার সাক্ষী থাকল অসংখ্য যাত্রী। ঠিক কী ঘটেছিল? যাত্রীদের একাংশ সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো নোয়াপাড়া স্টেশনে পৌঁছায়। যাত্রীদের একাংশ নামার জন্য প্রস্তুত। স্টেশনে ট্রেন থামে, তবে মেট্রোর কোন দরজাই খোলে নি। সময় অতিক্রান্ত হতেই ট্রেন ছেড়ে চলে যায়। পরের স্টেশন বরানগরে ট্রেনের দরজা নিয়ম মতোই খোলে।
ঠিক তখনই যাত্রীদের একাংশ নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মেট্রো চালক কি মদ্যপ ছিলেন, এমন অভিযোগ তুলেছেন একাংশ। বিক্ষোভের জেরে মেট্রো চলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। গোলমালের বার্তা সমস্ত মেট্রো স্টেশনে পৌঁছে যায়। পরে যাত্রীদের নোয়াপাড়া মেট্রো স্টেশনে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ থেমে যায়।
একাংশ প্রশ্ন তুলেছেন এমন ঘটনার কারণ কি? কোন যান্ত্রিক গোলযোগ নাকি স্রেফ গাফিলতি, খতিয়ে দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত ত্রুটি জানতে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।