গত মাস থেকেই শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা (Kolkata International Book Fair 2022)। প্রতিদিনই বইপ্রেমীরা ডুব দিচ্ছেন সেন্ট্রাল পার্কের এই মেলায়। শুধু কী বইপ্রেমীরাই? তা নয়। আট থেকে আশি, কেউ খাবার কেউ গান-বাজনার স্বাদ নিতেও আসছেন বইমেলায়। মেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত। তবে এসবের মাঝেই সুখবর সমস্ত প্রকাশকদের জন্য। এবার সব স্টলের ট্রেড লাইসেন্স ফি মকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এবং পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে চলতি বছর বইমেলায় সব স্টলের ট্রেড লাইসেন্স ফি মকুবের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের। সূত্রের খবর, এর মধ্যে রয়েছে লিটল ম্যাগাজিনগুলিও।
তবে ইতিমধ্যেই যে সব প্রকাশনী ট্রেড লাইসেন্স ফি দিয়েছেন তাদের টাকাও ফেরত দিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয় ৪৫ তম কলকাতা বইমেলা। রয়েছে মোট ৬০০টি স্টল। লিটল ম্যাগাজিনের স্টল ২০০টি। এবারের থিম বাংলাদেশ। মেলায় প্রবেশ এবং বাহিরের জন্য মোট ৯টি গেট রয়েছে। দিনের বেলা রোদের প্রকোপে ভিড় পাতলা থাকলেও বিকেল হতেই জমজমাট কলকাতা বইমেলা। গতকাল শনিবারেও প্রবল ভিড় হয়েছিল মেলায়। তার উপর আজ রবিবার, ছুটির দিন। সেই সঙ্গে আজ বইমেলায় অনুষ্ঠিত হবে শিশু দিবস। সেই উপলক্ষে ছোটদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা ও আরও নানা চমক। কাজেই উদ্যোক্তাদের আশা গত কয়েকদিনের তুলনায় আজ আরও ভিড় বাড়বে কলকাতা বইমেলায়।