দুর্নীতির অভিযোগ তুলে গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এসএসসি গ্রুপ ডি (SSC Group D) নিয়োগ দুর্নীতি মামলায় ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি বেতন বন্ধেরও নির্দেশ দেয়। এমনকি ওই ৫৭৩ জন বেতন বাবদ যে টাকা এতদিন নিয়েছেন, তাও ফেরত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।
তবে এবার এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় ৫৭৩ জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে আবেদন জানাল কলকাতা হাই কোর্টের বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন বিচারবিভাগীয় কমিটি। আগামীকালই শুনানি।
উল্লেখ্য, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, "নিয়ম না মেনে যে ৫৭৩ জনকে নিয়োগ করা হয়েছে তাঁদের বরখাস্ত করতে হবে। ওই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের।"