ভক্তদের জন্য কালীঘাটের পর এবার খুলছে কাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের কোভিড সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ মানতে হবে। পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ববিধিও। মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে জানা যাচ্ছে, সাধারণ ভক্তরাও মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে পূজা দেবার জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে। তবে এখনও বেলুড় মঠ খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের ফলে গত ১৫ মে থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ হয়ে যায়। তবে বর্তমানে ছাড় এসেছে বিধিনিষেধে। সংক্রমণ কমেছে কিছুটা। আর তাই বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে খুলবে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। জানা গিয়েছে, আপাতত সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত খুলবে মন্দির। তারপর আবার দুপুর তিনটের সময়ও ভক্তদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে। সন্ধ্যারতির পরই অবশ্য মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হবে। করোনার কথা মাথায় রেখে মূল মন্দিরে একসঙ্গে ২০ জনের বেশি কাউকে পুজো দিতে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও থাকবে থার্মাল চেকিংয়ের বন্দোবস্ত। মন্দির চত্বরে কাউকে ভিড় জমাতে দেওয়া হবে না।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০,৮৪৮ জন। তবে রাজ্যেও দ্রুত হারে নিম্নমুখী দৈনিক সংক্রমণের গ্রাফ। গত মঙ্গলবার এক দিনে মোট ১৮৫২ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন।