বাংলাদেশ (Bangladesh) থেকে চোরাই পথে কলকাতায় (Kolkata) ঢুকছে সোনা (Gold)। কিন্তু ভেস্তে গেল পরিকল্পনা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল শুল্কদপ্তর। আর তাতেই মিলল বিপুল সোনা ও নগদ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে ১৬ লক্ষের সোনা এবং নগদ ৭৪ লক্ষ টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বরানগরে।
সূত্রের খবর, বাংলাদেশ থেকে পাচার হওয়া সোনার বাট রাখা ছিল বরানগরে একটি দোকানে। মনে করা হচ্ছে, বরানগরের ওই দোকান থেকেই বাংলাদেশ থেকে আসা সোনা দিয়ে গয়না বানিয়ে তা আবার পুনরায় চোরাই পথে ঢাকায় পাচার করাই লক্ষ্য ছিল তাদের। তবে তার আগেই হাতেনাতে ধরা পড়তেই ছক গেল ভেস্তে।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার মূল্য ১৬ লক্ষ টাকা। নগদ রাখা ছিল ৭৪ লক্ষ টাকা। সবটাই বাজেয়াপ্ত করেছে শুল্কদপ্তর। তবে কোন পথে চোরাই জিনিস ঢুকছে কলকাতায়? আপাতত সেই দিকেই নজর দিচ্ছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের সোনা। বাজারে যার আনুমানিক মূল্য ৬৬ লক্ষ টাকা।