একদিকে যখন অনলাইন পরীক্ষার 'ন্যায্য' দাবিতে সরব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়া। তখন অন্যদিকে বিক্ষোভ করতে গিয়ে এক বছরের জন্য বহিষ্কার হল চার ছাত্রী। ঘটনা হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের। অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত সপ্তাহে রণক্ষেত্র চেহারা ধারণ করে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ। চলে বিক্ষোভ, হয় ভাঙচুর। সেই ঘটনায় কলেজে গোলমাল বাধানো, মারধর ও ভাঙচুরের অভিযোগে বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের চার ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করলেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা গিয়েছে, এক বছর পরে ওই বহিষ্কৃত পড়ুয়ারা চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসতে পারবেন।
কলেজের অধ্যক্ষ, পরিচালন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গেই তাঁরা জানান, এই সিদ্ধান্তের কোনও নড়চড় হবে না। অন্যদিকে, মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেওয়ার পরেই কলেজের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করে বাম ছাত্র সংগঠন এসএফআই।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এ বিষয়ে এসএফআইয়ের সম্পাদকমণ্ডলীর সদস্য পিয়াল চক্রবর্তী বলেন, "আমাদের দাবি, ওই চার ছাত্রীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে ওই চার জনকে অবিলম্বে পরীক্ষায় বসতে দিতে হবে।"