বৌবাজারে ভূমিধসের জেরে থমকে ছিল মেট্রোর কাজ। অবশেষে বউবাজারের দুর্গা পিতুরি লেনের মাটি পরীক্ষা করা সংস্থা, কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে পশ্চিমগামী সুড়ঙ্গের কাজ শুরু করতে বলেছে। কাজেই, আশা করা যাচ্ছে আগামী ২ মাসের মধ্যে মেট্রোর কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজ শেষ হলেই হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
সব ঠিক থাকলে ডিসেম্বরেই চালু হয়ে যাবে এই পথে মেট্রো রেলের যাতায়াত। পাশাপাশি ভারতে প্রথম নদীগর্ভে মেট্রোপথ হতে চলেছে এটিই।
মেট্রো রেল সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড- রুটে মেট্রোপথ খুলে যাবে এ বছর ডিসেম্বর থেকেই। এবং মাটি থেকে ৩০ মিটার গভীরে অর্থাৎ গঙ্গার নিচে সবচেয়ে গভীর স্টেশন হতে চলেছে হাওড়া মেট্রো স্টেশন।