গত ২ মাসে এই প্রথমবার দৈনিক করোনা সংক্রমণ (Covid-19) সবচেয়ে কম দেশে (India)। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২৪২৭ জনের। একদিনে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৩৯৯ জন। যা অনেকটাই স্বস্তির।
এই পরিস্থিতিতে এবার নির্দিষ্ট নিয়ম মেনে আজ থেকে দিল্লিতে (Delhi) চালু মেট্রো। কাজেই প্রশ্ন উঠেছে কবে খুলবে কলকাতার মেট্রো! রেস্তরাঁ খুলে যাচ্ছে। শপিং মলও খুলছে ১৬ জুন, শাড়ির দোকান থেকে গয়নার দোকানেরও সময় বেঁধে তাও খুলছে। কিন্তু সাধারণ মানুষ সেখানে যাবে কি করে! বাস, ক্যাব, ট্যাক্সি, অটো, মেট্রো সবই তো বন্ধ। এই নিয়েই এক উদ্বেগের সৃষ্টি হয়েছে, সেইমতো সমস্ত কর্মীকে ভ্যাকসিন (Vaccine) দেওয়াও হয়েছে।
তবে এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের সাফ কথা, "দিনক্ষণ কিছু ঠিক হয়নি। কিন্তু মেট্রো (Metro) চালানোর জন্য সমস্তরকম প্রস্তুতি করা আছে। রোজ এখন সকাল, বিকেল দুটি স্টাফ স্পেশাল ট্রেনও চলছে। নবান্ন সবুজ সংকেত দিলেই কোভিডবিধি মেনেই যাত্রী নিয়ে ছুটবে মেট্রো।"
তবে মেট্রো চালু হলেও এখনই টোকেন চালুর কোনো সম্ভাবনা নেই। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, নোয়াপাড়া কারশেডে কিছু কাজ, মেট্রোর ট্র্যাকের এবং রেকের রক্ষণাবেক্ষণের কিছু কাজ এই ট্রেন বন্ধের সময় করে ফেলা গিয়েছে। স্টাফেদেরও একদিন অন্তর একদিন আসতে হচ্ছে অফিসে। ফলে ট্রেন চালাতে তেমন কোনও অসুবিধা হবে না।
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, “আমরা মেট্রো চালানোর জন্য প্রস্তুত। রাজ্য সরকার যেদিন থেকে চালাতে বলবে, সেদিন থেকেই চলবে।”