ভ্যাকসিন পাইয়ে দিয়ে এবার বিপাকে পড়লেন কলকাতা পুরসভার (KMC) হেল্থ অফিসার। খবর, ‘দুয়ারে ভ্যাকসিন’ পৌঁছে দেওয়ায় তাঁকে ইতিমধ্যেই সরকারি শোকজ নোটিস দেওয়া হয়েছে। কারণ, নিয়মানুযায়ী স্বাস্থ্যদপ্তরের কোভিডবিধি মেনে ওই অভিযুক্ত সরকারি চিকিৎসক CVC (কোভিড ভ্যাকসিনেশন সেন্টার) কোড দিয়ে টিকাকরণ করাননি। শুধু তাই নয়, বহুতলের যে ঘরে ওই প্রবীণদের টিকাকরণ হয়েছে, সেখানে চিকিৎসক উপস্থিত ছিলেন না তিনি নিজেও। এর সঙ্গেই অভিযোগ, প্রবীণদের টিকা দেওয়ার পরে কোনওরকম পর্যবেক্ষণে রাখাই হয়নি।
এরপরেই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি টিকাকরণ করায় ওয়ার্ডের হেল্থ অফিসার ডাঃ ঈশিতা মণ্ডলকে শোকজ করা হয়েছে বলে স্বীকার করেছেন পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে পর পর দু’দিন বাড়ি বাড়ি গিয়ে দশজনকে টিকা দেওয়া হয়।