গতদিনের সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে নিজের নামে স্বাস্থ্যসাথী কার্ড নেবেন আর আজ সকালেই সাড়ে এগারোটা নাগাদ হরিশ মুখার্জি স্ট্রিটের জয়হিন্দ ভবন ৭৩ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ ক্ষেত্রে জনসাধারণের লাইনে দাঁড়িয়ে নিজের নামে কার্ড সংগ্রহ করেন তিঁনি।
লাইনে তিনজনের পর দাঁড়িয়ে প্রয়োজনীয় নিয়মাবলী, যেমন প্রথমে ছবি তোলা, তারপর বুড়ো আঙুলের ইম্প্রেশন দেওয়ার মাধ্যমে সর্বশেষে কার্ডটি হাতে পেলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে। প্রত্যেকে নির্বিঘ্নে দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে নিজের কার্ড সংগ্রহ করতে পারছেন কিনা সে নিয়েও খোঁজখবর নেন তিঁনি। এদিন জয়হিন্দ ভবনে 'দুয়ারে সরকার' কর্মসূচির মাধ্যমেই এই কার্ড বিতরণে রাজ্যের আরও দশ কোটি মানুষের মতোই নিজের জন্যেও স্বাস্থ্য-সাথী কার্ড করালেন মমতা বন্দ্যোপাধ্যায়।