রবিবার কোভিড (Covid-19) বেড়াজালে রেড রোডে দর্শকশূন্য আবহে পালিত হল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। পৌনে এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) জাতীয় পতাকা উত্তোলন করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। কলকাতা পুলিশের কমিশনার-সহ উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। কোভিড পরিস্থিতির কারণে তুলনায় আড়ম্বরহীন হল এই উদযাপন। যদিও রাজ্য সরকারের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য মুখ্যমন্ত্রী কয়েকজন পুলিশ কর্মীকে সম্মাননা প্রদান করেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয় বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে। ট্যাবলোতে ছিল 'কন্যাশ্রী', 'দুয়ারে সরকার', 'দুয়ারে রেশন', 'জল ধরো', 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রভৃতি। ৯ টি ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কৃতিত্ব তুলে ধরা হয়। আধ ঘন্টার অল্প একটু বেশি সময়ের ব্যবধানে স্বল্প পরিসরে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ও স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে চারপাশের এলাকা কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। ৩ টি ওয়াচ টাওয়ার-সহ ২০ টির বেশি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা ছিল। অনুষ্ঠান শেষে পুলিশ মেমোরিয়াল ও নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে খেলা হবে দিবস। তার আগে রেড রোডে নজর কাড়ল 'খেলা হবে' দিবসের ট্যাবলো। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, জাতীয় সঙ্গীত পরিবেশন সবই হল, তবে অন্যবারের মতো নয়, দর্শকশূন্য অবস্থায়।